সজল সরকার : পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ কার্যক্রম পরিচালনা জন্য আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর্থিক সহায়তা পাচ্ছে। মার্কিন সিনেট বৃহস্পতিবার পাকিস্তানের জন্য বরাদ্দকৃত ৮শ মিলিয়ন ডলার পাস করে। তালেবান সন্ত্রাসী দলের হক্কানি নেটওয়ার্ক প্রতিরোধের জন্য ৩শ মিলিয়ন ডলার বরাদ্দ থাকবে।
আফগানিস্তান ও পাকিস্তানে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবছরই পাকিস্তানকে বিপুল পরিমান অর্থ সহায়তা করে আসছে। সম্প্রতি পাকিস্তান সন্ত্রাস দমনে ব্যর্থ বলে মন্তব্য করে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা কমানোর কথা বলে। আফগান তাবেলান জঙ্গিরা পাকিস্তানে আশ্রয় নিয়ে হামলা চালায় বলে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সামরিক সাহায্য বন্ধ ঘোষণা করে এবং এফ ১৬ যুদ্ধবিমান পাকিস্তানের কাছে বিক্রি করতেও অস্বীকৃতি জানায়।