ফারুক আলম : আঞ্চলিক নৌপথ পরিবহন উন্নয়নে ৩৬ কোটি ডলার অর্থাৎ বাংলাদেশ মুদ্রায় ২ হাজার ৮৮০ কোটি টাকা সহায়তা দিচ্ছে দাতা সংস্থা বিশ্বব্যাংক। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে ১৬ জুন অনুষ্ঠিত সভায় এই অর্থ সহায়তার বিষয়টি অনুমোদন পেয়েছে বলে গতকাল সংস্থাটির ঢাকা কার্যালয়ের মুখপাত্র মেহরিন আহমেদ মাহবুব এ তথ্য জানিয়েছেন।
এই অর্থ বাংলাদেশ রিজিওনাল ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট নামের প্রকল্পে ব্যয় হবে। প্রকল্পটির মাধ্যমে চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ নৌপথের নাব্যতা রক্ষায় পারফরম্যান্স বেইজড ড্রেজিং ও রক্ষণাবেক্ষণ করা হবে।
এ ছাড়াও ৬টি স্থানে দুর্যোগকালীন জাহাজের জন্য আশ্রয়স্থল, ১টি নতুন প্যাসেঞ্জার ক্যারেজ নির্মাণ, ৩টি প্যাসেঞ্জার ক্যারেজ উন্নয়ন, পানগাঁও ও আশুগঞ্জ টার্মিনাল নির্মাণ, ১৪টি ল্যান্ডিং স্টেশন নির্মাণ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বি আইডব্লিওটিএ) সক্ষমতা বাড়াতে ব্যবস্থা নেওয়া হবে।