পাবনা প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ভয় দেখিয়ে, আতঙ্ক সৃষ্টি ও মানুষ হত্যা করে সরকার উৎখাত করা যাবে না। ২০১৯ সালের একদিন আগেও আওয়ামী লীগ নির্বাচন ছাড়া ক্ষমতা ছাড়বে না।’
শুক্রবার বিকালে পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম মাঠে ওই আশ্রমের সেবক নিত্যরঞ্জন হত্যার প্রতিবাদে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিম-লীর এ সদস্য খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি যদি মনে করেন, মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে পারবেন সেটা সম্ভব হবে না।’
‘খুনিরা ধরা পড়ছে। নিত্যরঞ্জন পান্ডের খুনিরাও ধরা পড়বে। খুনিরা যেখানেই থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবেই’ বলেন তিনি।
পাবনার জেলা প্রশাসক রেখা রাণী বালোর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পাবনা-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পুলিশ সুপার আলমগীর কবির।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ১৪ দলীয় জোট ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।