সুজন কৈরী : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গল্ফ ক্লাবে ইফতারের আয়োজন করে র্যাব। ইফতার মাহফিল হলেও অনুষ্ঠানটি ছিল মূলত মিলনমেলার মতই। বিকেল ৫টা থেকেই আমন্ত্রিত অতিথিরা আসা শুরু করেন। অনেকদিন পর বিভিন্ন পেশার পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় আনন্দমুখর ছিল পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, আইজিপি একেএম শহীদুল হক। এছাড়া র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, এনএসআইয়ের পরিচালক ব্রিগেডিয়ার জিয়াউল আহসান, মিডিয়া ব্যক্তিত্বসহ বিভিন্ন গণমাধ্যমের অপরাধ বিষয়ক প্রতিবেদকরা উপস্থিত ছিলেন।