রফিক আহমেদ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, গুপ্তহত্যা ও জঙ্গিবাদী রাজনীতিকে উসকানি দিচ্ছে বিএনপি-জামায়াত। এতে সহায়তা করছে তাদের আন্তর্জাতিক মিত্ররা।
শুক্রবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালীন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফজলে হোসেন বাদশা বলেন, দেশি-বিদেশি এই ষড়যন্ত্রের মূল লক্ষ্যই হচ্ছে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতিকে ধ্বংস করা। মুক্তিযুদ্ধের চেতনাকে পরাজিত করা। এই মুহূর্তে বিশ্ব জঙ্গিবাদী সন্ত্রাসের সাম্রাজ্যবাদী কৌশলের অংশ হিসেবে বাংলাদেশকে বেছে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দুর্নীতিমুক্ত থেকে জনগণকে হয়রানির বাইরে রেখে জঙ্গিবাদবিরোধী কর্মকা- পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্থানীয় ক্ষমতাসীন দলবাজদের আশ্রয়ে-প্রশ্রয়ে যুদ্ধাপরাধী মৌলবাদীদের কেউ কেউ জায়গা পাচ্ছে, তা বন্ধ করতে হবে। গণতন্ত্রের নামে বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ ম“ বন্ধ করতে হবে।
জাতীয় কৃষক সমিতির সভাপতি নুরুল হাসানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে আরও অংশ নেয় জাতীয় কৃষক সমিতি, জাতীয় শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন, বাংলাদেশ নারীমুক্তি সংসদ, বাংলাদেশ যুব মৈত্রী, বাংলাদেশ ছাত্র মৈত্রী, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন, আইনজীবী-পেশাজীবী সংগঠনসমূহ বিভিন্ন সংগঠন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে টিএসসি মোড়ে এসে শেষ হয়।