ডেস্ক রিপোর্ট :দেশজুড়ে চলা টার্গেট কিলিং (গুপ্তহত্যা) থেকে বাগেরহাটের সাধারণ জনতাকে রক্ষা করতে বাঁশের লাঠি ও বাঁশি বিতরণ করেছে প্রশাসন।
শুক্রবার (১৭ জুন) বিকেলে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের কাড়াপাড়া গ্রামের কালি মন্দির মাঠে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম ও পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা স্থানীয় গ্রামবাসীকে টার্গেট কিলিং রোধে ও নিরাপত্তা নিশ্চিতে এ লাঠি-বাঁশি বিতরণ করেন।
এছাড়া বাগেরহাট জেলার নয় উপজেলার ৭৫টি ইউনিয়নের ৬৭৫টি ওয়ার্ডে ডিফেন্স পার্টি গঠন করা হয়েছে। এ কমিটিতে স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ, মসজিদের ইমাম, পুরোহিত থাকবে। প্রত্যেক কমিটিকে বাঁশের লাঠি ও বাঁশি দেওয়া হবে।
কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যাদের নিয়ে ডিফেন্স পার্টি গঠন করা হয়েছে তারা যার যার এলাকায় পালাক্রমে পাহারা দেবে। এতে গুপ্ত ঘাতকরা ভয়ে এলাকায় আসতে পারবে না। আবার এলাকায় অপরাধও কমে যাবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন, দেশের বিভিন্ন স্হানে যেভাবে টার্গেট কিলিং চলছে তাতে সাধারণ মানুষ আতঙ্কিত। বাগেরহাট জেলার নয়টি উপজেলায় অন্তত ১৫ লাখ মানুষের বসবাস। বাগেরহাটে যাতে কোন টার্গেট কিলিং সংগঠিত হতে না পারে সেজন্য সবার সঙ্গে আলোচনা করে ডিফেন্স পার্টি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। জনতা যদি এখনই সতর্ক হয় তাহলে এখানে কেউ গুপ্তহত্যা চালাতে পারবেনা।
বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা বলেন, বাগেরহাটে জনসংখ্যার তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য খুবই কম। জেলার সব জনগণকে নিরাপত্তা দেওয়া পুলিশের জন্য দুরহ। তাই এ জেলায় টার্গেট কিলিং প্রতিরোধ করতে ওয়ার্ডে ওয়ার্ডে ডিফেন্স পার্টি গঠন করা হয়েছে। জনতা যদি সতর্ক থাকে তাহলে কেউ অপরাধ সংগঠিত করে পালাতে পারবে না।
তারা এলাকায় কোন অপরিচিত কাউকে দেখে তাহলে তাদের ধরে পুলিশের হাতে তুলে দেবেন। আইন নিজের হাতে তুলে না নিতে সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে। বাংলানিউজ