সজল সরকার: বলিউডের তারকাদের মধ্যে ঠান্ডাযুদ্ধ লেগেই থাকে। অ্যাকশন তারকা সঞ্জয় ও সালমানের মধ্যে এরকম ঠান্ডা যুদ্ধ বেশ আগে থেকেই। ‘এক তারকা এদিকে তো আরেক তারকা অন্যদিকে’- হরহামেশা এরকম ঘটনার মধ্যে এবার সালমান-সঞ্জয়ের মিলন ঘটেছে। স্পেনের মাদ্রিদে তারা একসঙ্গে পার্টি করেছেন বলে খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
আইফা এ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বলিউড তারকারা একসঙ্গে হয়েছিলেন। সে সময় পার্টিবয় সালমান খান হোটেলে এক পার্টির আয়োজন করেন যেখানে বলিউডের অনেকেই উপস্থিত ছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে খোদ সঞ্জয় দত্তও সেখানে হাজির। সঞ্জয় দত্ত জেল থেকে বের হওয়ার পর সালমান খান কখনও তার সঙ্গে দেখা করতে যাননি। জেল থেকে বের হয়ে হয়ত আর কোন ঠান্ডাযুদ্ধে যেতে চান না সঞ্জয়, তাই পার্টি করলেন সবার সঙ্গে। সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া