ণিিবনোদন ডেস্ক : বলিউডে নয় বছর কাটিয়ে দিয়েছেন আনুশকা শর্মা। লম্বা এই অভিনয় জীবনে মোটের ওপর খুশি আনুশকা। বললেন, ‘খুশি শব্দটা যদিও আপেক্ষিক। তবুও বলব আমার মতো ভাগ্য কজনের হয়? আমার প্রথম ছবিতে শাহরুখ খানকে নায়ক হিসেবে পেয়েছি। তারপর একের পর এক এগিয়ে চলেছি। সফলতায় রোমাঞ্চিত হয়েছি। সুতরাং এখনো পর্যন্ত নিজের ক্যারিয়ার নিয়ে খুশি তো একরকম বলতেই হয়।’
জীবনে না জেনে না বুঝে কোনো কাজে নামতে রাজি নন এই বলিউড অভিনেত্রী। ছবি নির্বাচনের ক্ষেত্রে তিনি যথেষ্ট সাবধানতা অবলম্বন করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় আনুশকা বলেন, ‘জীবনে যতটা পথ এসেছি, তার সবটাই চমকপ্রদ। নিজেও হয়তো ভাবিনি। আগামী দিনে আমার ভাগ্যে কী আছে তাও আজ জানি না। তবে অন্ধের মতো পথ চলতে চাইনি কখনো। জেনে বুঝে পথ চলতেই ভালোবাসি।’
তিনি বলেন, ‘সিনেমাতেও যখন কোনো চরিত্রে আমার অভিনয়ের কথা ফাইনাল করি, তার আগে সেই চরিত্রের ভেতর ও বাইরের নানা দিক নিয়ে ক্রমাগত প্রশ্ন করতে থাকি। এই আগ্রহটা আমার বরাবরের। যা কিছু আমার কাছে নতুন, আমি সব সময়ই সেটাকে জেনে ও বুঝে নেওয়ার চেষ্টা করি।’
‘সুলতান’ ছবিতে মহিলা কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করেছেন আনুশকা। আর এই ছবিতে অভিনয় করতে গিয়ে ইদানীং শরীরের ক্ষমতা বেশ বেড়েছে বলেই জানান তিনি। বললেন, ‘এই ছবিতে মহিলা কুস্তিগীর হতে গিয়ে ওয়েট লিফট করেছি, ফ্রন্ট স্কোয়াট করেছি। ফলে এই শরীরচর্চায় আমার ওজন তোলার ক্ষমতা বেড়েছে। এই ধরনের ট্রেনিং নেওয়ায় অনায়াসেই ৩০ কেজি পর্যন্ত ওজন তুলতে পেরেছি। আর তা ছাড়া ছবিতে একজন মহিলা হয়ে পুরুষ কুস্তিগীরদের সঙ্গে লড়েছি, তাই আমার মধ্যে স্বাভাবিকভাবে একটা এনার্জিটিক বডি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে।’
এই ছবিতে অভিনয় করতে গিয়ে খাবারদাবারের ক্ষেত্রেও বেশ কিছুটা রদবদল ঘটাতে হয়েছে আনুশকাকে। সে বিষয়ে বললেন, ‘বছর দুয়েক আগে পর্যন্ত আমি নন ভেজিটেরিয়ান ছিলাম, দুই বছর হলো ভেজিটেরিয়ান হয়েছি। তাই ‘সুলতান’ ছবির আরফা চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে শক্তিশালী করার জন্য ভেজিটেরিয়ান খাবারের মধ্যেই শক্তি খুঁজে নিতে হয়েছিল। যে কারণে শুটিংয়ের খাবারে পনিরের আইটেমকে বেশ বাড়িয়ে দিতে হয়েছিল।”
বলিউডের তিন খানের সঙ্গেই অভিনয় করে ফেলেছেন আনুশকা। শাহরুখ, সালমান ও আমির খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, ‘এঁরা প্রত্যেকেই প্রফেশনাল আর্টিস্ট। নিজেদের কাজটাকে এঁরা খুব ভালো জানেন। এঁদের সঙ্গে কাজ করতে গিয়ে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝেছি, সেটা হলো এঁরা প্রত্যেকেই ভীষণ পারফেকশনিস্ট। সহশিল্পীদের যথেষ্ট উদ্বুদ্ধ করেন।’
অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনাতেও নেমেছেন আনুশকা শর্মা। এই ব্যস্ততার মধ্যে একটু অবসর পেলে টিভিতে বসে প্রায় কোনো শো কিংবা বাড়ির লোকদের সঙ্গে গল্প করতেই বেশি পছন্দ করেন তিনি।-এনটিভি