এম রবিউল্লাহ: ঢাকা ও বাগদাদে সন্ত্রাসী হামলায় নিহতদের জন্য প্রার্থনা করেছেন ক্যাথলিক খ্রিস্ট্রানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রোববার রোমের সেন্ট পিটার স্কয়ারে এই বিশেষ প্রার্থনার আয়োজন করে ভ্যাটিক্যান। প্রার্থনা অনুষ্ঠানে উপাসনাকারী, বিদেশি পর্যটক ও রোমের শতশত নাগরিক উপস্থিত ছিলেন। বিবিসি
পোপ ফ্রান্সিস সেন্ট পিটার স্কয়ারের প্রার্থনায় ঢাকায় ও বাগদাদে নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া পোপ নিহতদের জন্য প্রার্থনা সহ হতাহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য ঈশ্বরের সহানুভূতি কামনা করেন।
এ সময় পোপ ঈশ্বরের কাছে বিপথগামী ও ঘৃণায় অন্ধ সন্ত্রাসীদের হৃদয় পরিবর্তনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।
বাংলাদেশের রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় ২৮ জন নিহত হয়।
এদিকে রোববার ইরাকের রাজধানী বাগদাদে পৃথক দুইটি বোমা বিস্ফোরণে ১২৫ জন নিহত হয়েছে। সম্পাদনা : রাশিদ রিয়াজ