মমিনুল ইসলাম: মাদকাসক্ত ও পাচারকারীদের হত্যা করার নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের সদ্য শপথ নেয়া প্রেসিডেন্ট শক্তিমানব রুদ্রেগো দুতের্তে। তিনি জনগণের উদ্দেশ্যে বলেছেন, ‘সামনে এগিয়ে যান এবং মাদকাসক্তদের হত্যা করুন।‘
গেল জুনের শেষে মাত্র শপথ নিয়েছেন সাবেক এ আইনজীবী। কিন্তু তিনি ইতিমধ্যেই বিপুল সংখ্যক অপরাধীদের হত্যার করতে উদ্দীপ্ত করেছেন। বিশেষ করে মাদক পাচারকারীদের।
অপরাধের বিরুদ্ধে কট্টর অবস্থান নেয়ার প্রেক্ষিতেই তার এমন বিতর্কিত বক্তব্য খুবই সুপরিচিত। সাধারণত তিনি আইনভঙ্গকারীদের হত্যা করার পক্ষে অবস্থান নিয়ে থাকেন।
দুতের্তে ‘ডাভাও’ শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক সময় সেখানে বিপুল পরিমাণ অপরাধ ছিল। কিন্তু বর্তমানে শান্তিপূর্ণ রয়েছে শহরটি। বিচারবহির্ভুত হত্যাকা-ে সংশ্লিষ্টতার কারণে একটি খ্যাতিও অর্জন করেছেন তিনি।
তাই মনে করা হয়, তার শাসনামল একই পরিস্থিতির মধ্যে দিয়েই অতিবাহিত হতে পারে। এর আগে শপথ নেয়ার পরপরই তিনি স্রোতাদের উদ্দেশ্যে বলেন, ‘সামনে এগিয়ে যাও এবং তোমরা নিজেরাই হত্যা কর। কেননা তাদের বাবাদের এমনটা করা বেদনাদায়ক হবে।’