পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ১৪ দিনের এ সফরে আফগান যুবারা বাংলাদেশে আসার পর অনুশীলন করবে দুই দিন।
২৮ সেপ্টেম্বর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে সফরকারীরা। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম চারটিই হবে এখানে।
৫ অক্টোবর পঞ্চম ও শেষ ওয়ানডে খেলতে ঢাকায় পা রাখবে আফগান যুবারা । মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওয়ানডে খেলবে তারা।
টুর্নামেন্ট সামনে রেখে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
প্রসঙ্গত, আসছে বছর জানুয়ারিতে নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ যুবারা। তার আগে চলতি বছর নভেম্বরে মালয়েশিয়ায় এশিয়া কাপে অংশ নেবে তারা। এ দু’টি টুর্নামেন্টের আগে আফগান যুব দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলে প্রস্তুতি সেরে নিতে চায় বাংলাদেশ।