পর্যটন নগরী সিলেট থেকে এবার সরাসরি বিমানে যাওয়া যাবে বিশে^র দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। খুব শীঘ্রই এ সেবা চালু হবে। সম্প্রতি, সিলেটে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের সাথে সাক্ষাতকালে এমন তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি।
সিলেট সার্কিট হাউজে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের সাথে সাক্ষাতকালে এ কে এম শাহজাহান কামাল বলেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত স্থানগুলোর উন্নয়ন করে এগুলোকে ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলা হবে এবং কক্সবাজার-সিলেট রুটে বিমানের ফ্লাইট চালু করা হবে।
মন্ত্রী আরও বলেন, বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিলেট থেকে সরাসরি লন্ডন ফ্লাইট চালুর লক্ষ্যে ৪৫০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের ওভার লে ৮ থেকে ১৪ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি করে রানওয়ের শক্তিমাত্রা বৃদ্ধি করা হবে, আরও ৬টি বোর্ডিং ব্রিজ স্থাপন করা হবে। যাত্রীদের কথা বিবেচনা করে ঢাকা-সিলেট রুটে বিকেলে বিমানের একটি ফ্লাইট চালু করা হবে। এছাড়াও ইউএস বাংলা এয়ারওয়েজ ফেব্রুয়ারী থেকে ঢাকা-সিলেট রুটে বিকেলে একটি ফ্লাইট চালু করবে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ, সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, এফবিসিসিআই এর পরিচালক সালাহ্ উদ্দিন আলী আহমদ, দেশ ফাউন্ডেশন ইউকে এর চেয়ারম্যান মিসবাউর রহমান, সিলেট চেম্বারের পরিচালক ও এফবিসিসিআই এর প্রাক্তন পরিচালক মো. হিজকিল গুলজার, পরিচালক মুশফিক জায়গীরদার, আব্দুর রহমান, চন্দন সাহা প্রমুখ।