কাজ করেন ভিন্ন রাজ্য থেকে আসা একজন নির্মাণ শ্রমিক হিসেবে। অথচ আয়কর রিটার্নে বার্ষিক আয় দেখিয়েছেন ৪০ লাখ টাকা।
এই অসমতার কোনও যুক্তিসঙ্গত জবাব দিতে না পেরে পুলিশের হাতে ধরা খেয়েছেন ভারতের কর্নাটকের রাচাপ্পা নামের এক যুবক। পরে ফাঁস হয়ে গেল তার নিষিদ্ধ মাদকের রমরমা কারবারের খবর। সম্প্রতি এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজ।
স্থানীয় পুলিশ জানিয়েছে, অবৈধ উপায়ে উপার্জিত অর্থ ব্যাংকে রাখা ঝুঁকিপূর্ণ। তাই তিনি ভেবেছিলেন আয়কর দিলে তার মাদক ব্যবসায়ের টাকা ‘বিশুদ্ধ’ হয়ে যাবে। ফলে কিছুদিন আগে তিনি আয়কর রিটার্ন ফাইল করে তাতে ২০১৭-১৮ মেয়াদে আয় দেখান ৪০ লাখ রুপি। আয়করও জমা দেন। কিন্তু তার আয়কর জমা নেয়ার পরিবর্তে অফিসাররা তাকে ডেকে পাঠান।
তাকে জিজ্ঞাসা করেন শ্রমিক হয়েও এত বিপুল অর্থ উপার্জন করেছেন কিভাবে। তিনি আমতা আমতা করলে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ জানতে পেরেছে তিনি আসলে কোটি কোটি টাকার মালিক। চালাকি করে প্রতি বছর কিছু কিছু করে আয়কর দিয়ে এভাবে ‘বৈধ’ কোটিপতি হয়েছেন।