স্টাফ রিপোর্টার :- সিলেটের ওসমানী নগরে মিথ্যা মামলা দিয়ে নিরীহ লোকদের হয়রানীর অভিযোগ পাওয়া গিয়াছে। সুত্র জানায়,ওসমানী নগরের লামা তাজপুর গ্রামের বিএনপি নেতা হুমায়েল আহমদ ও মুহিবুল ইসলামের অত্যাচারে অতিষ্ঠ একটি নিরীহ পরিবার। সুত্রমতে, হুমায়েল ও মুহিবুল একই গ্রমের মৃত মন্টু মিয়ার সম্পদ আত্বসাত করার জন্য মন্টুর পরিবারকে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। শুধু তাই নয়,মন্টু মিয়ার চার পুত্রকে একের পর এক মামলা ও হামলা করে দীর্ঘদিন থেকে হয়রানী করছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন । সর্বশেষ গত ১০/৪/১৮ ইং সিলেট জেলা ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মিথ্যা তথ্য দিয়ে মন্টুমিয়ার চার পুত্রকে আসামী করে একটি মামলা করেন মুহিবুল। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। হুমায়েল ও মুহিবুলের অত্যাচার হয়রানী থেকে বাচঁতে প্রশাসন সহ সর্বমহলের সহযোগীতা কামনা করেন ভুক্তভোগীরা।
প্রসঙ্গত উল্লেখ্য যে হুমায়েল ওসমানী নগর থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক।