কিরণ সেখ: দেশে সন্ত্রাসীদের চরম দৌরাত্মে মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকালে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
কুমিল্লা জেলাধীন আদর্শ সদর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক এ কে এম রকিবুল ইসলাম মুকুলকে শুক্রবার ভোরে সন্ত্রাসীরা গুলি করে নির্মমভাবে হত্যা করার ঘটনায় প্রতিবাদ এই সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বর্তমান ভোটারবিহীন সরকারের আমলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। অপরাধীদেরকে গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করতে ব্যর্থতার কারণেই বর্তমান সরকারের আমলে অপরাধ সংঘটনে সন্ত্রাসীরা আরো বেশী মাত্রায় উৎসাহিত হচ্ছে। যার ফলশ্রুতিতে দেশে মানুষ খুনের ঘটনা বেড়েই চলেছে।
হত্যা, গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, গুপ্তহত্যা, নারী ও শিশু নির্যাতন দেশে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি বলেন, রকিবুল ইসলাম মুকুলকে গুলি করে হত্যা করার ঘটনা তারই ধারাবাহিকতা।
সুতরাং দেশকে সন্ত্রাসের কবল থেকে উদ্ধার করতে সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ভোটারবিহীন সরকারকে অপসারণ এবং জনগণের ভোটে নির্বাচিত ও জনগণের নিকট দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।
বিএনপির মহাসচিব সন্ত্রাসীদের হাতে নিহত রকিবুল ইসলাম মুকুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি অবিলম্বে মুকুলকে হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।