মুস্তাফিজুর রহমান : রাজধানীর ভাষানটেক এলাকায় প্রাইমারি স্কুল পড়ুয়া ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইব্রাহীম (১৪) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকাল ৮টার দিকে ওই স্কুলে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নগর পুলিশের ভাষনটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই শিশুটি ভাষানটেক এলাকার একটি স্কুলের শিশু শ্রেণির ছাত্রী। গ্রেফতার ইব্রাহীমও ওই স্কুলের ছাত্র। শিশুটির পরিবারের আমাদের কাছে অভিযোগ করলে থানায় একটি মামলা (নম্বর-৬) করা হয়েছে।
‘পরে দুপুর ২টার দিকে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’