লিহান লিমা: ব্রিটেনের বর্তমান রাণী দ্বিতীয় এলিজাবেথের বাল্যকালের দুইটি ছবি প্রকাশ করেছে রাজপরিবার। এই প্রথমবার ছবিগুলো প্রকাশ করা হয়।
৯০ বছরের রাণী তখন ছোট্ট প্রিন্সেস। একটি ছবিতে দেখা যায় ববকাট চুলের প্রিন্সেস এলিজাবেথ স্লিভলেস টপস পরে তার বাবা কিং ষষ্ঠ জর্জ এর সাথে সুইমিং পুলে সাঁতারের প্রস্তুতি নিচ্ছেন। দ্বিতীয় ছবিটিতে ফ্রগ আর ফুলহাতা জ্যাকেট পরে তিনি তার কাধেঁ বসা পাখির দিকে তাকিয়ে আছেন। তবে এই ছবিগুলো কবে তোলা হয়েছে তা উল্লেখ করা হয় নি।রবিবার রাণীর ৯০তম জন্মবাষির্কী চলাকালে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। এখানে রাণীর জীবনের প্রথম বছর, কিশোর জীবন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তরুণী এলিজাবেথ এবং বর্তমান জীবন তুলে ধরা হবে।
সূত্র: স্কাই নিউজ