আরিফ হাসান আরব, রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মাসাবো কান্দাপাড়া এলাকা থেকে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী রাজু মিয়াকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ ।
শনিবার দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজু মিয়া উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।