ইসহাক আসিফ: ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ এবং পরে গ্রুপ ছবি তোলার বিষয়টি বিএনপি-জামায়াতের সম্পর্ক খতিয়ে দেখতে সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজভান্ডারী এমপি ও মহাসচিব এম এ আউয়াল এমপি।
শনিবার বিকালে গণমাধ্যমে প্রেরিত এক জরুরি যৌথ বিবৃতিতে তারা মোসাদের প্রভাবশালী চর মেন্দি এন সাফাদির সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠকের বিষয়ে তদন্ত করে দ্রুত আসলাম চৌধুরীকে গ্রেফতারের আহ্বান জানান।
যুক্ত বিবৃতিতে সৈয়দ নজিবুল বসর মাইজভান্ডারী এমপি ও মহাসচিব এম এ আউয়াল এমপি বলেন, ২০১৪ সালের নির্বাচনের পর থেকে বিএনপি-জামায়াত নানা ধরনের অগণতান্ত্রিক ও অস্বচ্ছ পথে সরকারপতনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুনসন্ত্রাসের পাশাপাশি পেট্রোল বোমায় মানুষ মেরে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করেছে খালেদা জিয়াসহ তার নেতৃত্বাধীন বিএনপি-জামায়াতনেতারা। ওই অপকর্মের ধারাবাহিকতায় দিল্লীতে মোসাদের সঙ্গে বৈঠক করেছে আসলাম চৌধুরী।
তরিকতের দুই শীর্ষনেতা দাবি করেন, মোসাদ প্রতিনিধির সঙ্গে বিএনপিনেতার বৈঠককে হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। অপশক্তি ইসরায়েল আরববিশ্বসহ পুরো ফিলিস্থিনের ইন্তেফাদার আন্দোলনকে ধ্বংস করার যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের হায়েনাসম্বলিত মুখ এখন বাংলাদেশের দিকে ফিরেছে। এই দেশকেও তারা ফিলিস্থিনের মতো ধ্বংস করতে চায়। আর বিএনপি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে ব্যর্থ হয়ে তাদের সঙ্গে হাত মিলিয়েছে।