রিকু আমির : জঙ্গিদের সাংগঠনিক কর্মকা- রুখতে রাজধানীর সব ধরণের উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মেডিকেল কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সম্পর্কে ডাটা বেইজ তৈরি করছে পুলিশ।
সূত্র মতে, গোয়েন্দা পর্যবেক্ষণসহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত হতে পেরেছে, জঙ্গি মতাদর্শ প্রচার-প্রসার ও কর্মকা- বাস্তবায়নে উগ্রপন্থী নেতাদের মূল টার্গেট উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তাদের ঘাড়ে চড়েই জঙ্গি শেকড় গভীরে নেয়ার অপ্রয়াস চলছে দেশে।
খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে, এরই মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ক কঠোর নির্দেশনা পাঠানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রত্যেক ডেপুটি কমিশনার (ডিসি) থেকে শুরু করে প্রতি থানার ওসির কাছে।
পুলিশ সদর দপ্তরের নির্ভরযোগ্য সূত্র জানায়, জঙ্গি কার্যক্রম রুখতে পুলিশের পক্ষ থেকে যেসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেসব উদ্যোগের মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে ডাটা বেইজ তৈরি করা। এরপরের ধাপে শিক্ষার্থীদের তথ্যও সংগ্রহ করার পরিকল্পনা আছে। যদি কোনো শিক্ষার্থী সম্পর্কে জঙ্গি সম্পৃক্ততার খবর পাওয়া যায়, তখন এ তথ্য কাজে আসবে।
শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয় নিয়ে যোগাযোগ করে ইতিবাচক সাড়া পেয়েছে। এখন শুধু কাজ বাস্তবায়নের বাকি।
গোয়েন্দা সূত্র জানায়, ঢাকাসহ সারাদেশে ব্লগার ও বিশিষ্টজন হত্যা-হুমকির ঘটনা তদন্ত করে দেখা গেছে, এসব ঘটনার বাস্তবায়নকারীদের বেশিরভাগই কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থী। এমনও দেখা গেছে, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় পড়াকালীন জঙ্গি চেতনায় উদ্বুদ্ধ হয়ে পড়াশোনা শেষে কিছু শিক্ষার্থী জঙ্গি কার্যক্রম বাস্তবায়ন করতে চায়। বিভিন্ন সময়ের অভিযানে আটক জঙ্গিদের কেউ কেউ এ অবস্থার বাইরে নয়।
এমন চিত্রসহ আরও কিছু চিত্রের প্রেক্ষিতে কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও এতে পড়াশোনারতদের ডাটা বেইজ তৈরির সুপারিশ করা হয়েছিল গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও।