ক্রীড়া ডেস্ক : এবারের আইপিএলে সবচেয়ে মিতব্যায়ী বোলারের নাম বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। তাকে মোকাবিলা করতে গিয়ে নানা কৌশল অবলম্বন করেন ব্যাটসম্যানরা। তবুও রক্ষা হয় না। ব্যাটসম্যানদের ২২ গজে রীতিমতো আটকে রাখতে সক্ষম এ টাইগার বোলার।
এবারের আইপিএলে ৫ জন শীর্ষ বোলারের মধ্যে মুস্তাফিজ একজন। ১১ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন এবারেই অভিষেক হওয়া মুস্তাফিজ। বলা যায় তার অসাধারণ বোলিং নৈপুণ্যেই শেষ চারের কাছাকাছি সানরাইজার্স হায়দরাবাদ।
তার সক্ষমতা নিয়ে কারও প্রশ্ন নেই। তবে গত দুই ম্যাচে হঠাৎ করেই যেন ছন্দপতন। উইকেট পাননি তিনি। আর বৃহস্পতিবারের ম্যাচে তো ৪ ওভারে দিয়েছেন ৩৯ রান। আর তাতেই মুস্তাফিজকে নিয়ে ব্যঙ্গ করে শিরোনাম করলো ভারতের দৈনিক জিনিউজ।
প্রত্যেক ক্রিকেটারই কোনো না কোনো ম্যাচে খারাপ করেন। বিশ্বসেরা শচীন টেন্ডুলকারও যে সব ম্যাচে ভালো করেছেন বা মুত্তিয়া মুরালিধারান যে সব ম্যাচে উইকেট পেয়েছেন তা কিন্তু নয়।
সানরাইজার্সের অনেক ম্যাচের জয়ের নায়ক মুস্তাফিজকে মাত্র ১টি ম্যাচে বাজে বোলিংয়ের কারণে জিনিউজ যে শিরোনাম করলো তাতে অবাক হওয়া ছাড়া কিছুই করার নেই মুস্তাফিজ ভক্তদের।
বৃহস্পতিবার দিল্লির সঙ্গে ম্যাচে হেরেছে সানরাইজার্স। ম্যাচে দিল্লির পান্ট মুস্তাফিজের ওভারে নেন ২৬ রান। বল খেলেন ১২টি। এরমধ্যে ২টি ছয় ও ২টি চারও মারেন পান্ট।
রিশাব পান্ট ভারতের অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটসম্যান। আর তাই তো জিনিউজের শিরোনাম এলো এইভাবে- ‘মুস্তাফিজুরকে বেধড়ক ঠ্যাঙালেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার!’
এমন বিদ্রুপাত্মক শিরোনাম এর আগে মুস্তাফিজ ভক্তরা দেখেছেন কি না সন্দেহ রয়েছে।
জিনিউজের খবরে লেখা হয়, শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, মুস্তাফিজুর রহমানের জয়জয়কার আইপিএলেও। সানরাইজার্স হায়দরাবাদে বোলারদের তালিকায় রয়েছেন আশিস নেহরা, ভূবনেশ্বর কুমার, মোজেস এনরির, বারিন্দর স্রান, ট্রেন্ট বোল্টের মতো নাম। তারপরেও সানরাইজার্সের অন্যতম সফল বোলার এই মুস্তাফিজুর রহমান। যেমন উইকেট পাচ্ছেন, তেমনই কৃপণ বোলিং করছেন। তা ওভারে রান নিতে ভুলেই গিয়েছেন ব্যাটসম্যানরা।
কিন্তু খারাপ দিন মুস্তাফিজুরের মতো বোলারেরও আসে। তিনি তাই মার খেলেন। এবং সেটা কার কাছে? রিশাব পান্ট! ভারতের এই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার বৃহস্পতিবার হায়দরাবাদে মুস্তাফিজুরকে যেরকম বেধড়ক ঠ্যাঙালেন, সেরকম মার এই আইপিএলে আর কেউ মারতে সাহস পাননি তাকে। রিশব পান্ট মুস্তাফিজুরের বিরুদ্ধে বৃহস্পিতবার খেলেন মোট ১৩টি বল। আর সেই ১৩ বল থেকে তিনি রান করেছেন ২৬! মেরেছেন ২ টি চার এবং দুটো পেল্লাই সাইজের ছক্কা! পান্টই কিন্তু মুস্তাফিজুরকে মারার পথটা সবার আগে দেখিয়ে দিলেন।সূত্র: যুগান্তর