সারোয়ার জাহান : মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর এ বিষয়ে পাকিস্তানের প্রতিবাদের কড়া সমালোচনা করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, পাকিস্তান এখনও ঘুমিয়ে আছে। বিশ্ব একদিন তাদের এসব কর্মকা-ের নিন্দা জানাবে।
রাজধানীর বিলিয়া মিলনায়তনে আইন ও বিচার বিভাগের বাজেট বিষয়ক অনুষ্ঠান শেষে, সাংবদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অপরদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, ১৯৭৪ সালে পাকিস্তান, ভারত ও বাংলাদেশর মধ্যে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তি ভিয়েনা কনভেনশন অনুযায়ী এর কার্যকরিতা নেই।
নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে শুক্রবার পাকিস্তানের সিনেটে দেশটির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেন, বাংলাদেশ জামায়েত ইসলামীর নেতাদের মৃত্যুদ- কার্যকর করার বিষয়টি তারা জাতিসংঘে তুলবেন।
শনিবার বিষয়টি সাংবাদিকরা আইনমন্ত্রীর নজরে আনলে আনিসুল হক বলেন, পাকিস্তান এখনো ঘুমিয়ে আছে। একদিন পাকিস্তানকে এ কর্মকান্ডের জন্য বিশ্ব নিন্দা জানাবে। ৪৬ বছর হয়েছে আমরা স্বাধীন হয়েছি, আমাদের আভ্যন্তরিণ বিষয়ে পাকিস্তানের কথা বলা উচিৎ নয়।
জামায়াত নেতাদের ফাঁসিতে ঝোলানো ১৯৭৪ সালে পাকিস্তান, ভারত ও বাংলাদেশর মধ্যে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তির লঙ্ঘন বলে পাকিস্তান সিনেটে যে প্রস্তাব পাশ হয়েছে তা নিয়ে আইনমন্ত্রী বলেন, পাকিস্তান নিজেই এ চুক্তি পালন করেনি। ঐ চুক্তির কোথাও লেখাছিলো না এ দেশে যারা মানবতাবিরোধী অপরাধ করেছেন তার বিচার করা যাবেন না।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ঐ চুক্তির কার্যকারিতা নেই। মানবতাবিরোধী অপরাধী অথবা যুদ্ধাপরাধীদের কোন রাষ্ট্র বা কোনো ব্যক্তি কখনো ক্ষমা করতে পারে না। সুতরাং দেশীয় অথবা আন্তর্জাতিক দুই আইনেই ঐ চুক্তিটি বাতিল।
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতাদের বিচার কার্যকরের শুরু থেকেই তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে পাকিস্তান।-চ্যানেল ২৪