রফিক আহমেদ : জাতীয় পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারায় কিছুটা পরিবর্তন আনায় জাতীয় পার্টির চেয়ারম্যানের ক্ষমতা খর্ব হয়েছে। শনিবার জাতীয় পার্টি অষ্টম জাতীয় কাউন্সিলের প্রথম অধিবেশনে কাউন্সিলরদের ভোটে দলের গঠনতন্ত্রে ৩৯ ধারার দলের চেয়ারম্যানের ক্ষমতা কিছুটা খর্ব হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ইতোমধ্যে দলের কাউকে পছন্দ বা অপছন্দ হলে দলের গঠনতন্ত্রে ৩৯ ধারার ক্ষমতা বলে একক সিদ্ধান্তে কাউকে যখন তখন বাদ দিতে ও অন্তর্ভূক্ত করতে পারতেন। কিন্তু এখন চেয়ারম্যান এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন ন। কারণ এখন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পার্টির প্রেসিডিয়ামের সম্মতি নিতে হবে- এই শর্ত গঠনতন্ত্রে যুক্ত করা হয়েছে।