আমির পারভেজ : মাত্র কয়েকদিন আগেই বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের খেতাবটি দখল করে নিয়েছিল যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা স্কুটার নামের এই বিড়ালটি। তবে সে খেতাবটি আর ধরে রাখা হলো না। শনিবার মারা গেছে স্কুটার নামের এই বিড়ালটি।
চলতি বছরের ৮ এপ্রিল তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের খেতাবটি দেয় গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ। গত ২৬ মার্চ পালন করা হয়েছিল স্কুটারের ৩০তম জন্মদিন। এরই মধ্যে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিড়ালটির মালিক গালি ফ্লয়ড।
স্থানীয় প্রাণিচিকিৎসক ডা. ট্রিসিয়া লাটিমার জানান, বিড়ালের ৩০ বছর বেঁচে থাকা মানুষের ১৩৬ বছর বেঁচে থাকার সমান। সে হিসেবে ১৩৬ বছর বেঁচে ছিল স্কুটার।
গালি জানান, বিড়ালটির দীর্ঘদিন বেঁচে থাকার কারণ, এটি ছিল খুবই চঞ্চল এবং তিনি বিড়ালটিকে নিয়ে বিভিন্ন স্থানে ভ্রমণ করতেন। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৫ থেকে ৫০টি শহর ভ্রমণ করেছে স্কুটার। মুরগির বাচ্চার ওপর আক্রমণ করা ছিল বিড়ালটির নিয়মিত কাজ, জানান এর মালিক।
প্রসঙ্গত, এর আগে বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালটি মারা গিয়েছিল ৩৮ বছর বয়সে।
সূত্র : দ্য টেলিগ্রাফ।