এম রবিউল্লাহ: নিজেই সেরা মনোভাব বিশ্বকে সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার মধ্যপ্রদেশের উজাইন শহরের সিমবাশতায় ধর্মীয় সাধকদের সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। কন্যা শিশুদের সুরক্ষা, চারাগাছ রোপণ, নদী পরিষ্কার রাখার বিষয়ে সাধকদের অনুসারিদের শিক্ষাদানের আহবান জানান মোদি। সিমবাশতায় প্রতি ১২ বছরে একবার এই সাধক সম্মেলন বসে। খবর টাইমস অব ইন্ডিয়া ও দ্য স্টেটসম্যানের।
সাধকদের উদ্দেশ্যে মোদি বলেন, চিন্তাবিদ ও বিজ্ঞানীদের মিথষ্ক্রিয়ার জন্য বছরে অন্তত এক সপ্তাহ একান্তভাবে রাখেন। বর্তমান বিশ্ব দুইটি চ্যালেঞ্জ মধ্যে রয়েছে। এর একটি হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন আর দ্বিতীয়টি হচ্ছে সন্ত্রাসবাদ। আর এই দুইটিই আমিই সেরা মনোভাবের জন্য তৈরি হয়।
চারাগাছ লাগানো, নদী পরিষ্কার, নারীদের সম্মান করা ও কন্যা শিশুদের সুরক্ষার জন্য বছরে এক সপ্তায় উৎস্বর্গ করার পরামর্শ দেন মোদি। সাধকদের মোদি বলেন, আপনারা আপনাদের অনুসারিদের নিজের মতো করে শিক্ষা দেন। দেশের ভাবমূর্তি বুঝে দেশ ও বিশ্বকে গড়তে চিন্তাবিদ ও বিজ্ঞানীদের আমন্ত্রণ জানানোর জন্য সাধকদের পরামর্শ দেন।
সম্মেলনে মোদি বলেন, জ্ঞান আমরণ এবং সর্বত্র বিরাজমান। আমাদের পুরনো কিছু ঐতিহ্য পরিবর্তন করার প্রয়োজন। একটা সময় সাগর অতিক্রম করা অপবিত্র বলে বিবেচনা করা হতো যা পরিবর্তীতে পরিবর্তিত হয়েছে। সময়ের সঙ্গে কিছু ঐতিহ্যের পরিবর্তন করার প্রয়োজন। অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রীপালা সিরিসেনাও উপস্থিত ছিলেন।