সুজন কৈরী : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫ লাখ টাকা সমমূল্যের ৯শ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। এ ঘটনায় আবু বক্কর নামের দুবাই ফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেলের দিকে তাকে আটক করা হয়।
কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের এসি রেজাউল করিম বলেন,আজ সোয়া ৫টার দিকে দুবাই থেকে ছেড়ে আসা ইকে ৫৮৬ নম্বরের ফ্লাইটটি ঢাকায় আসেন আটক আবু বক্কর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বোডিং ব্রিজ এলাকা থেকে আবু বক্ককে অনুসরণ করেন কাস্টমসের কর্মকর্তারা। বিমানবন্দর অতিক্রম করার সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি একশ’ গ্রাম স্বর্ণলঙ্কারের কথা বললেও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার মলদ্বারে আরও ৮টি স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন। পরে তিনি স্বর্ণগুলো বের করে দেন।
এসি রেজাউল আরও জানান, আটক আবু বক্কর স্বর্ণের বাহক বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। টাকার বিনিময়ে তিনি স্বর্ণগুলো নিয়ে এসেছেন। উদ্ধার হওয়া রশিদমূলে কাস্টমস হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আবু বক্করের বিরুদ্ধে মামলা হয়েছে।