মামুন খান : রাজধানী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ঢাকা জেলার আমিরসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।
শুনানি শেষে শুক্রবার ঢাকা মহানগর হাকিম আবু সাইদ রিমান্ডের এই আদেশ দেন।
রিমান্ডকৃতরা হলেন, জেএমবির ঢাকা জেলার আমির আবদুল বাতেন ওরফে খায়রুল ইসলাম ওরফে মামুনুল হক, গুলশান-বাড্ডায় জেএমবির দায়িত্বপ্রাপ্ত সদস্য মনির মোল্লা, জেএমবির সক্রিয় সদস্য গোলাম কিবরিয়া ও রোমান খান।
খিলগাঁও ১৮(৫)১৬ নম্বর বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় প্রত্যেককে চার দিন, খিলগাঁও ১৭(৫)১৬ নম্বর সন্ত্রাস বিরোধী আইনের মামলায় প্রত্যেককে ৬ দিন এবং খিলগাঁও অস্ত্র আইনের ১৬(৫)১৬ নম্বর মামলায় একমাত্র আসামি আবদুল বাতেনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এরআগে শুক্রবার দুপুরে আটক এই আসামিদের আদালতে হাজির করে প্রত্যেক মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা।
নাশকতার প্রস্তুতিকালে রাজধানীর খিলগাঁও ও কমলাপুর এলাকা থেকে জেএমবির ওই চারজনকে গত বুধবার রাতে আটক করা হয় বলে পুলিশের দাবি। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, পেট্রলবোমা, আইডি, বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।