অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা থেকে: ইমরান হাসমির সিনেমা ‘আজাহার’ ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহম্মদ আজাহারউদ্দিনের জীবনী নিয়ে তৈরি। সিনেমাটি আজাহারের প্রফেশানাল লাইফ এবং পার্শোনাল লাইফ নিয়েই গঠিত। কিছুদিন আগেই সিনেমাটির স্ক্রিনিংয়ে আজাহার নিজে আবেগ প্রবন হয়ে পড়েন।
আজাহার এই সিনটি দেখে এতটাই ইমোশানাল হয়ে পড়েন যে ওই গোটা সিনটাকেই সিনেমা থেকে বাদ দিয়ে দিতে বলেন পরিচালককে। পরিচালক আজাহারের ইমোশনের দিকটির যথেষ্ট সম্মান দিয়ে সিনটিকে বাদ দিয়ে দেন। আসলে এই সিনটি ওই সময়ের যখন তিনি স্পট ফিক্সিং কা-ে জড়িয়ে পড়েন। এরপর সিবি আই তাঁক বহু সময় ধরে জিজ্ঞাসাবাদ করে। এই সিনটি দেখে আজাহার খুবই গম্ভির হয়ে পড়েন। তার পুরানো ক্ষত আবার নতুন হয়ে পড়ে।
মেকার্স এই সিনটিকে সরিয়ে দেয়। এরফলে লারা দত্তের কিছু সিন বদলাতেও হয়। সূত্রের খবর, আজাহার এই সিনটি নিয়ে কিছুটা আপসেট ছিলেন। এরপর সিবি আই ইনভেস্টিগেশনের সেই সিন সরিয়ে নিতে অনুরোধ করেন তিনি। পরিচালক দল সিনটি সরিয়ে নেন।’
টনি ডিসুজার পরিচালনায় ১৩ মে রিরেজ হচ্ছে ইমরান হাসমি অভিনিত “আজাহার’। ইমরান ছাড়া এই সিনেমাটিতে নার্গিস ফাকরি, লারা দত্ত, গৌতম গুলৌটি, এবং প্রাচী দেশাই অভিনয় করছেন।