রিমন মাহফুজ , কান ( ফ্রান্স) থেকে : বুধবার (১১ মে) দুপুর আড়াইটায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সংবাদ সম্মেলন হল ।
এবারের আয়োজনের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম (পাম দ’র) কে জিতবে সেই দায়িত্ব পালন করবেন নয়জন বিচারক।
বিভাগের বিচারকদের মধ্যে ‘ম্যাড ম্যাক্স’ সিরিজের স্রষ্টা অস্ট্রেলীয় পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক জর্জ মিলারের নেতৃত্বে এ তালিকায় আছেন, ফরাসি পরিচালক ও লেখক আহনু ডিপলিশা, মার্কিন অভিনেত্রী ক্রির্সটেন ডান্সট, ইতালিয়ান অভিনেত্রী, পরিচালক, লেখক ও প্রযোজক ভ্যালেরিয়া গোলিনো, ডেনমার্কের অভিনেতা ম্যাডস মিকেলসেন, হাঙ্গেরির পরিচালক ও লেখক লাজলো নেমেস, ফরাসি অভিনেত্রী ও গায়িকা ভ্যানেসা প্যারাডিস, ইরানি নারী প্রযোজক কাতাইয়ু শাহাবি এবং কানাডিয়ান অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড। তাদের বিচারেই চূড়ান্ত হবে উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জয়ী ছবি।
বিচারকদের মধ্যে ক্রির্সটেন ডান্সট ও ম্যাডস মিকেলসেনের প্রতি আগ্রহ ছিলো বেশি। ডান্সট ২০০২, ২০০৪ ও ২০০৭ সালে ‘স্পাইডারম্যান’ ট্রিলজিতে অভিনয় করে হলিউডে সাড়া ফেলেন। ম্যাডসকে ‘জেমস বন্ড’ সিরিজের ‘ক্যাসিনো রয়েল’ (২০০৬) ছবিতে খলচরিত্রে দেখেছে দর্শকরা। ছিলেন ‘হাঙ্গার গেমস’ সিরিজের খলনায়ক ডোনাল্ড সাদারল্যান্ড।
বিচারকদের মধ্যে সর্বকনিষ্ঠ লাজলো নেমেস। গতবার কান উৎসবে তার ‘সান অব সাউল’ দারুণ প্রশংসিত হয়। তিনি একাধিক পুরস্কারও জেতেন। এরপর গোল্ডেন গ্লোব আর অস্কারও এসেছে তার ঘরে।
বিচারকদের মধ্যে নারী চারজন। এর মধ্যে এশিয়া থেকে আছেন ইরানি প্রযোজক কাতাইয়ু শাহাবি। গত আসরে আনসার্টেন রিগার্ডে পুুরস্কৃত ইনা পানাহানদেহ পরিচালিত ‘নাহিদ’ ছবিটি প্রযোজনা করেন শাহাবি। বিচারকদের মধ্যে হলিউড সুপারস্টার জনি ডেপের প্রাক্তন প্রেমিকা ভ্যানেসা প্যারাডিস। সংবাদ সম্মেলনে বিচারকরা চলচ্চিত্র নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
কানে এবার মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে মোট ২১টি ছবি। এর মধ্যে বুধবার সন্ধ্যা সাতটায় (বাংলাদেশ সময় রাত ১১টা) সাল দুবুসিতে ক্রিস্টি পুইউ পরিচালিত ‘সিয়েরা নেভাদা’র (রোমানিয়া) প্রথম প্রদর্শনী হবে। রাত ৯টায় (বাংলাদেশ সময় রাত ১টা) সাল বাজিন প্রেক্ষাগৃহে ফের দেখানো হবে ছবিটি।