অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা থেকে : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেদের ওয়েবসাইটে বাৎসরিক খরচ খরচার হিসাব দিয়েছে। এরজন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড রাহুল দ্রাবিড়কে ২.৬২ কোটি টাকা ভাতা দিয়েছে। এই অ্যামাউন্টের দ্বিতীয় কিস্তি ১.৩ কোটি টাকা যা এপ্রিলে ২ তারিখ মিটিয়ে দেওয়া হয়েছে।
এছাড়াও সুনিল গাভাষ্কার এবং লক্ষণ শিবরামাকৃষ্ণকে কমান্টেটর হিসাবে দেওয়া হয়েছে টাকা। সুনিল গাভাষ্কারকে দেওয়া হয়েছে প্রায় ৯০ লক্ষ টাকা। এবং শিবরামাকৃষ্ণকে দেওয়া হয়েছে প্রায় ২৬ লক্ষ টাকা।
আইপিএলে স্পাইডার ক্যামের ইউনিক ডিভাইস ব্যবহার করা হচ্ছে। এর জন্য ৯৮.৬ লক্ষ টাকা ভাড়া দেওয়া হয়েছে। এর ৩০ শতাংশ রাশি প্রথম কিস্তিতে দেওয়া হয়েছে।
সন্ত্রাসবাদী হামলাতে ম্যাচ বাতিল হলে তার লোকশান বাবদ বিসিসিআই ন্যাশানাল ইনসিওরেন্স কোম্পানিতে বীমা করে রেখেছে। এরজন্য ২.৫ কোটি টাকা বীমা দিয়েছে।
ভারতের প্রাক্তণ ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে ভারতের এ দলের এবং অনুর্ধ ১৯ দলের কোচের পদ দেওয়া হয়েছিল। রাহুলের কথা মতো চলে অনুর্ধ ১৯ দল বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। ঢাকাতে হওয়া ফাইনালে ওয়েস্টইন্ডিজের কাছে হারতে হয় রাহুলের ভারতকে।