সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বজ্রপাতে আমির উদ্দিন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় বাড়ির সামনে ধান শুকানোর কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আমির উদ্দিন উপজেলার কলকলি ইউনিয়নের কামারখাল গ্রামের আবদুর রউফের ছেলে।
জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ মুরসালিন জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের আমির উদ্দিন কাজ করছিলেন। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।