অচিন্ত্য মজুমদার, ভোলা : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যুদ্ধ অপরাধী নিজামি-মুজাহিদের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে দেশকে কলঙ্কিত করেছে। অপর দিকে সেই কলঙ্ক থেকে আমাদের মুক্ত করেছেন বঙ্গবন্ধু কন্য প্রাধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি শুক্রবার (১৩মে) সকাল ১১টায় ভোলায় শহরের গাজীপুর সড়কে নিজ বাসভবনে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচন পরবর্তি মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এসময় বাণিজ্যমন্ত্রী আরো বলেন, প্রাধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। কোন অপশক্তি এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবেনা। আমরা যুদ্ধ অপরাধিদের বিচার কাজ শুরু করে ইতিমধ্যে বেশ কয়েক জনের ফাঁসির রায় কার্যকর করেছি। এসময় তিনি প্রাধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার দক্ষতায় বঙ্গবন্ধুর খুনিদের বিচার কার্য শেষ হয়েছে এবং যুদ্ধ অপরাধিদের বিচার কাজ অগ্রসর হচ্ছে।
তিনি আরো বলেন, অচিরেই ভোলা-বরিশাল ব্রীজ নির্মানের কাজ আরম্ভ করা হবে। আগামী ২ বছরের মধ্যে ব্রীজ নির্মান হলে ভোলা থেকে বরিশাল হয়ে সরাসরি পদ্মা সেতু দিয়ে মানুষ ঢাকায় যেতে পারবে। এতে করে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশার প্রতিফলন হবে। এছাড়া তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ভোলায় একটি বিশ্ববিদ্যালয় নির্মান করা হবে। ফলে এখানকার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহন প্রতিবন্ধকতা দুর হবে।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ভোলা ব্যপক সম্ভাবনাময় অঞ্চল। এখানে পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে। সেই গ্যাস দিয়ে এখানে গ্যাস ভিত্তিক শিল্প-কারখানা গোড়ে তোলা হবে। ফলে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি বেকারত্ব দুর করতে এখানে অর্থনৈতিক জোন করার পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া একটি যাদুঘর নির্মানের কাজ চলছে। নদী ভাঙ্গন রোধে এক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়েছে। ভোলায় একটিও কাঁচা রাস্তা থাকবেনা বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্যাপক উন্নয়নে ভোলার মানুষের জীবনযাত্রা বদলে যাবে।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়রম্যান মোশারেফ হোসেন সভাপতিত্বে মত বিনিময় সভায় আরা উপস্থিত ছিলেন- ভোলা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডর দোস্ত মাহমুদ, আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিল্পব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, সেচ্ছাসেবক লীগ আহবায়ক আবু ছায়েম, যুগ্ন আহবায়ক আবিদুল আলম প্রমুখ।