ছানাউল্যাহ নূরী, গাজীপুর : গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার বর্ষা সিনেমা হলের সামনে বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই সহোদর ভাই নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইকবাল হোসেন (২৫) ও এশফাক হোসেন (১১)।
নিহতরা নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পলাশহাটি গ্রামের মাইদুল ইসলামের ছেলে।
জয়দেবপুর থানার এসআই মো. আনোয়ার হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাজীপুরগামী একটি বিআরটিসি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালকসহ আরোহী রাস্তায় ছিটকে পড়ে। এ সময় এশফাক ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠালে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বাসে অগ্নিসংযোগ এবং মহাসড়ক অবরোধ করে রাখে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জানান, খবর পেয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ারকর্মীরা। আগুনে বাসের সিটসহ অধিকাংশ পুড়ে গেছে।