সজল সরকার: ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল আবার ঘুরে দাড়াচ্ছে। এভারেস্ট চূড়ার জন্য বিখ্যাত পর্যটন নির্ভর এ দেশটি আবারও পর্যটন শিল্পকে জনপ্রিয় করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। ২০১৫ সালের ভূমিকম্পের পর এভারেস্ট চূড়ার উচ্চতার কোন পরিবর্তন হয়েছে কিনা তা পরিমাণ করার জন্য ৯ সদস্যদের শেরপা এখন এভারেস্ট চূড়ায় উঠছে উচ্চতা পরিমাণ করার জন্য।
নেপাল মাউন্টেন এসোসিয়েশন-এর পক্ষ থেকে জানানো হয় শেরপাদের দল ইতোমধ্যে সাগরমাতা চুড়ায় পৌঁছেছে। এভারেস্ট বেস ক্যাম্পের কর্মকর্তা জ্ঞানেন্দ্র শ্রেষ্ঠ বলেন, ‘শেরপা দলের সদস্যরা এভারেস্টের মূল চূড়ার উচ্চতা পরিমাণ করবে।’
গত বুধবার প্রচন্ড তুষারপাতের জন্য শেরপা দলের গতি মন্থর হয়েছে বলেও কর্তৃপক্ষ জানায়। গত তিন বছরের মধ্যে পর পর দু’বছরই দূর্যোগের ফলে এভারেস্ট অভিযান বন্ধ হয়ে যায়। ২০১৪ সালে কুম্বু চূড়ার বরফ ধ্বসের ফলে ১৬ জন পর্বতারোহনের গাইড মারা যান এবং তার এক বছর আগে ভূমিকম্পের ফলে বেসক্যাম্পে মারা যান ১৮ জন। ২০১৫ সালের মে মাসের ভূমিম্পে নেপালে ৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটে।
পর্বতারোহনের আরেকটি সংস্থা জ্যাগ্ড গ্লোব জানায় শেরপা দল খুব ভালভাবেই ক্যাম্প ৩ পর্যন্ত পৌঁছেছে এবং তাদের মানসিক অবস্থা বেশ ভাল। খুব দ্রুতই তারা চুড়ায় পৌঁছে দক্ষিণাঞ্চলের দিকে উচ্চতা পরিমাপের কাজ শুরু করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। কমপক্ষে ২৮৯ জন পর্বতারোহী গাইডসহ অপেক্ষা করছে চুড়ায় উঠার জন্য। শেরপা দল আবহাওয়া অনুকুল বলে আভাস দিলেই এসব পর্বতারোহীরা চুড়ায় উঠবেন বলে জানা যায়। সূত্র: খালিজ টাইমস