মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ জুন। ষষ্ঠ ধাপের এ নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই ১২ ইউনিয়নে প্রচারণা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা তফসিল ঘোষণার পর থেকে মরিয়া হয়ে উঠেন। ভোটারদের মন জয় করতে চালিয়ে যাচ্ছেন নতুন নতুন কৌশল। চলছে বিরামহীনভাবে গণসংযোগ, উঠান বৈঠক। ভোট চাওয়ার সঙ্গে সঙ্গে দোয়া নেয়াটাও বাদ পড়ছে না প্রার্থীদের। এলাকার উন্নয়নে প্রতিশ্রুতির শেষ নেই।
মঙ্গলবার মনোনয়নপত্র জমাদানের পর থেকেই প্রার্থীরা ভোটের মাঠে রয়েছেন। এবারই প্রথম নৌকা ও ধানের শীষের প্রতীক থাকায় তৃণমূলে বিরাজ করছে নির্বাচনী আমেজ। তবে প্রার্থীদের নানা উন্নয়ন প্রতিশ্রুতিতে মন গলছে না ভোটারদের। তারা তাদের মত করে বাছাই করছেন যোগ্য প্রার্থী। তারা জানালেন ‘ভোট আসে, ভোট যায়। যেকোনো ভোটের আগেই নেতা, প্রার্থীদের মুখে শুধু প্রতিশ্রুতি ঝরে। আর শোনা যায় বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে আক্রমণের বুলি। ভোট পর্ব মিটে গেলে প্রতিশ্রুতি খুব একটা বাস্তবায়িত হয় না। প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যাকে দিয়ে কিছুটা কাজ হবে, তাকেই ভোট দেব।’
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার ১২ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৮৫ হাজার ৫৮৭ জন। তন্মধ্যে পুরুষ ৯২ হাজার ৯৩৬ জন। আর মহিলা ৯২ হাজার ৬৮১ জন। গত ১০ মে মনোনয়ন জমাদানের শেষ দিনে মোট ৫৭ জন প্রার্থী চেয়ারম্যান, ১২৩ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৪৩০ জন পুরুষ সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এরা হলেন গিয়াসনগর : গোলাম মোস্তফা (আওয়ামী লীগ), মো. জমসেদ (বিএনপি), কামরুল ইসলাম (স্বতন্ত্র), আবদুল মুকিত (স্বতন্ত্র), রানু মিয়া (স্বতন্ত্র), সাজ্জাদ আহমদ সুইট (স্বতন্ত্র), জিলা মিয়া (স্বতন্ত্র) এবং সংরক্ষিত মহিলা সদস্য ১৩ ও পুরুষ সদস্য ৪৭ জন।
নাজিরাবাদ: মো. আশিকুর রহমান (আওয়ামী লীগ), আশরাফ উদ্দিন আহমদ (বিএনপি), সৈয়দ এনামুল হক রাজা (স্বতন্ত্র), মো. মাহমুদুর রহমান (স্বতন্ত্র) এবং সংরক্ষিত মহিলা সদস্য ৯ ও পুরুষ সদস্য ৩৪ জন।
কামালপুর: মো. আপ্পান আলী (আওয়ামী লীগ), মো. ফয়সল আহমদ (বিএনপি), আবদুল মালিক (জাতীয় পার্টি), মো. আলাউর রহমান (স্বতন্ত্র), আক্তারুজ্জামান (স্বতন্ত্র), মোহাম্মদ খুরশীদ (স্বতন্ত্র), মো. আবদুল খালিক (স্বতন্ত্র), মো. মাসুক মিয়া (স্বতন্ত্র) এবং সংরক্ষিত মহিলা সদস্য ১১ ও পুরুষ সদস্য ৩৯ জন।
কনকপুর: জুবায়ের আহমদ (আওয়ামী লীগ), মাসুকুর রশিদ চৌধুরী (বিএনপি) রেজাউর রহমান চৌধুরী (স্বতন্ত্র), ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম (স্বতন্ত্র) এবং সংরক্ষিত মহিলা সদস্য ১১ ও পুরুষ সদস্য ৩৬ জন।
আমতৈল: সুজিত চন্দ্র দাস (আওয়ামী লীগ), মো. রানা খান শাহিন (বিএনপি), এম এ মুহিত (স্বতন্ত্র) এবং সংরক্ষিত মহিলা সদস্য ১১ ও পুরুষ সদস্য ৪১ জন।
আপার কাগাবলা: মো. আমির উদ্দিন (আওয়ামী লীগ) জিএম এ মুক্তাদির রাজু (বিএনপি), আবদুল সালাম (স্বতন্ত্র), আবদুল মতিন (স্বতন্ত্র) এবং সংরক্ষিত মহিলা সদস্য ১০ ও পুরুষ সদস্য ৩০ জন।
একাটুনা: মো. আবু সুফিয়ান (আওয়ামী লীগ), মুহিতুর রহমান হেলাল (বিএনপি), নজরুল রহমান (স্বতন্ত্র), গিয়াস উদ্দিন (স্বতন্ত্র) এবং সংরক্ষিত মহিলা সদস্য ৮ ও পুরুষ সদস্য ৩১ জন।
আখাইলকুড়া: খয়েজ আহমদ (স্বতন্ত্র), শেখ মো. বদরুজ্জামান চুনু (আওয়ামী লীগ), মো. শামিম আহমদ (বিএনপি), সেলিম আহমদ (স্বতন্ত্র), মো. ফখরুজ্জামান (স্বতন্ত্র) এবং এই ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য ৮ ও পুরুষ সদস্য ৪১ জন।
চাঁদনীঘাট : সৈয়দ মশাহিদ আলী (আওয়ামী লীগ), মোশাররফ হোসেন বাদশা (বিএনপি), সাদিকুর রহমান (স্বতন্ত্র), আখলাই মিয়া (স্বতন্ত্র) এবং সংরক্ষিত মহিলা সদস্য ১১ ও পুরুষ সদস্য ৩১ জন।
মোস্তফাপুর: মো. তাজুল ইসলাম তাজ (স্বতন্ত্র), রুমেল আহমদ (আওয়ামী লীগ), ফয়ছল আহমদ (বিএনপি), রকিব আহমদ (স্বতন্ত্র) এবং সংরক্ষিত মহিলা সদস্য ৯ ও পুরুষ সদস্য ২৯ জন।
খলিলপুর: অরবিন্দু পাল (আওয়ামী লীগ) মো. রাজা মিয়া (বিএনপি), রুমন আহমদ (স্বতন্ত্র), জুয়েল আহমদ (জাতীয় পার্টি), আবু মিয়া চৌধুরী (স্বতন্ত্র) এবং সংরক্ষিত মহিলা সদস্য ১১ ও পুরুষ সদস্য ৩৭ জন।
মনুরমুখ ইউনিয়ন: এমদাদ হোসেন (আওয়ামী লীগ), খালিসুর রহমান (বিএনপি), আশিকুর রহমান (স্বতন্ত্র), আবদুল হক সেফুল (স্বতন্ত্র), আজিজুল হক (স্বতন্ত্র) এবং সংরক্ষিত মহিলা সদস্য ১১ ও পুরুষ সদস্য ৩৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।