সেজল সরকার : চীনের একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ন¤্র ব্যবহারের পুরস্কার স্বরূপ ক্যান্টিনে খাবারের ওপর ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা করেছে। চীনের পূর্বাঞ্চলের উহু শহরের আনহুই নরমাল ইউসিভার্সিটি শিক্ষার্থীদের ভাল ব্যবহার শেখানো ও ক্যাম্পাসের প্রচারের জন্য এমন পদক্ষেপ নিয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
যেসব শিক্ষার্থী ক্যান্টিনে খাবার সময় দায়িত্বরত কর্মীদের ‘হ্যালো’, ‘প্লিজ’, ‘ধন্যবাদ’ জাতীয় কথা বলবে তারাই ৫০ শতাংশ ছাড়ের সুবিধা পাবে। এক্ষেত্রে ৬ ইয়েন খাবারের দামে শিক্ষার্থীদের দিতে হবে ৩ ইয়েন। কর্মীদের ‘তুমি অনেক পরিশ্রম করছো’ বললেও বাড়তি পয়েন্ট পাবে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের কীভাবে ন¤্র ব্যবহার শেখানো যায় তা নিয়ে তারা আলোচনা করেছেন। সবার প্রস্তাব মতে ক্যান্টিন থেকেই ন¤্র ব্যবহারের শিক্ষা শুরু হয়। চীনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
অনেকেই মন্তব্য করেছেন, অর্থের বিনিময়ে ন¤্র ব্যবহার শেখানো অপমানজনক, তবে কেউ কেউ বলছেন ভাল ব্যবহার শেখানোর জন্য এর চেয়ে ভাল কোনও মাধ্যমে হতে পারে না।
বিশ্ববিদ্যালয় কর্মকর্তা জিং ফ্যাংমিং বলেন, ‘ক্যান্টিনে ভাল ব্যবহার শেখানো শিক্ষার্থীদের মূল পড়াশোনার সহায়ক শিক্ষা হিসাবে বিবেচিত হবে।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে যেহেতু শিক্ষাজীবনই শেখার বয়স, সেহেতু শিক্ষার্থীদের এখানেই ভাল ব্যবহার শিখতে হবে। তবে অনেকের মতে ব্যবহার বংশগতভাবে হয়। পশুদের হয়তো ভাল আচরণ শেখানো যায়, মানুষকে নয়।
সূত্র : বিবিসি