ওমর শাহ : বুখারি ও মুসলিম শরিফে হজরত আবু হোরায়রা রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেছেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন তিনি সাত শ্রেণির লোকদের তার ছায়ায় আশ্রয় দেবেন। তারা হচ্ছেন, ‘ন্যায়পরায়ণ নেতা। যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছেন এমন যুবক। সে লোক যার মন মসজিদের সাথে লটকানো থাকে। অর্থাৎ একবার মসজিদ থেকে বের হলে আবার মসজিদে ফিরে আসার অপেক্ষায় থাকে। সে দু’ব্যক্তি যাদের পরস্পরের ভালোবাসা, একত্রিত হওয়া ও পৃথক হওয়া একমাত্র অল্লাহর উদ্দেশ্যেই হয়ে থাকে। যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে ও চোখের পানি ফেলে। ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে কোনো উচ্চবংশের সুন্দরি যুবতীর খারাপ কাজের আহ্বান এই বলে প্রত্যাখ্যান করবে যে, আমি আল্লাহকে ভয় করি। ওই ব্যক্তি, সদকা করার সময় যার বাম হাত জানে না যে ডান হাত কি দান করছে।’
সূত্র : বুখারি