সিলেটের সকাল ডেস্ক : অনন্ত বিজয় দাশ হত্যার একবছর পেরিয়ে গেলেও এখনো খুনিদের ধরতে পারেনি পুলিশ। খুনের রহস্যও উন্মোচন করতে পারেনি। প্রশাসনের নিস্ক্রিয়তায়ই খুনিরা অধরা থেকে গেছে।- সিলেট গণজাগরণ মঞ্চ আয়োজিত ’অনন্ত স্মরণ’ অনুষ্ঠানে বক্তারা এমন অভিযোগ করেছেন।
ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার একবছর পূর্তিতে বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অনন্ত বিজয় হত্যার বিচার দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিভিন্ন সংগঠন। ফাঁকে ফাঁকে চলে আলোচনা পর্ব। সন্ধ্যায় অনন্ত বিজয় দাশের লেখা নাটক ‘ব্রুনোর মৃত্যুদন্ড’র মোড়ক উন্মোচন করা হয়।
রাতে অনন্তসহ সাম্প্রতিককালে ঘটা সকল হত্যাকান্ডের বিচার দাবিতে একটি মশাল মিছির নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা পর্ব শেষে অনন্ত বিজয় দাশের লেখা নাটক ‘ব্রুনোর মৃত্যুদন্ড’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীন রাজনীতিবিদ ব্যারিস্টার আরশ আলী, বাদল কর, সাম্যবাদী দল সিলেটের সভাপতি ধীরেন সিংহ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, ওয়ার্কাস পার্টি সিলেটের সাধারণ সম্পাদক সিকন্দর আলী, বাসদ, সিলেটের সমন্বয়ক আবু জাফর, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাবেক সভাপতি মনির হেলাল, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন অনন্ত বিজয় দাশের বন্ধু ডা. নমিতা দাশ সানি, ছাত্র ইউনিয়ন সিলেটের সভাপতি সপ্তর্ষি দাশ, ছাত্রফন্ট সিলেটের সভাপতি পাপ্পু চন্দ, ছাত্র মৈত্রী, সিলেটের সভাপতি স্বপন দেব।
প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় উদীচী সিলেট, নগরনাট, মৃত্তিকায় মহাকাল, তারুণ্য, থিয়েটার মুরারীচাঁদ, চর্যাপাঠ, বাংলাদেশ গণশিল্পী সংস্থা ও সাইমুম আনজুম ইভান।
রাতে অনন্ত বিজয় দাশসহ সকল লেখক-ব্লগার-প্রকাশক হত্যার বিচার দাবিতে মশাল মিছিল করে গণজাগরণ মঞ্চ। মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্ট গিয়ে শেষ হয়। দিনব্যাপী এ স্মরণানুষ্ঠানে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন।