কিরণ সেখ: সরকারের অন্যায়-জুলুম ও নির্যাতন সবকিছুই লিপিবদ্ধ করা হচ্ছে। এসব সরকারের ভুলে যাওয়া উচিত নয়। কারণ প্রত্যেককে আমরা চিনি। প্রতিটি অন্যায়ের প্রতিশোধ নেয়া হবে। কেউ রেহাই পাবে না বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে চকবাজার থানা ছাত্রদল আয়োজিত দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ছাত্রদল দক্ষিণের সহ-সভাপতি নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তব্যে রাখেন।
নাসির উদ্দিন আহমেদ পিন্টু’র অকাল মৃত্যুতে ক্ষমতাসীন শাসকদলের চক্রান্তের অংশ বলে মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, এই সমাজ ও রাষ্ট্র পিন্টুর মতো মানুষকে মেরে ফেলেছে। পিন্টু রাজশাহী কারাগারে বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। তাই স্পষ্ট ভাষায় সেই জেলার, চিকিৎসক এবং সরকারকে বলে দিতে চাই, সবাইকে আমরা চিনি। সব কিছু লিপিবদ্ধ করে রাখা হচ্ছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী নীতি হচ্ছে, তিনি ‘শেখ হাসিনা’ এদেশের মহারানী আর তার ছেলে সজিব ওয়াজেদ জয় রাজপুত্র। তিনি বলেন, পিন্টু চলে যাবে এটা যেমন আমরা আশা করি নাই। তেমনি শপথে বলীয়ান না হয়ে আলোচনা ও মিলাদ মাহফিলের ভিতর থাকলে একদিন পিন্টু মিলিয়ে যাবো।