কিরণ সেখ: খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে ২ দিনের কর্মসুচি করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। কর্মসুচিগুলো হল: আগামী ১৫ মে ঢাকা ব্যাতীত সকল মহানগরী ও জেলা এবং ১৬ মে ঢাকা মহানগরীতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসুচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের ২জন মন্ত্রী বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বক্তব্য রেখেছেন, একজন ফাঁসিও চেয়েছেন। রাজনৈতিক দায়িত্বহীনতার পরিচয় দিয়ে তারা এ ধরনের বক্তব্য রেখেছেন।