সিলেটের সকাল : জগন্নাথপুর সংবাদদাতা : জগন্নাথপুরের সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী ও তিন ইউপি সদস্য প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মাওলানা সৈয়দ মুনফিক আলী তার মনোনয়ন প্রত্যাহার করেন। মনোনয়ন প্রত্যাহারকারী ইউপি সদস্যরা হলেন, কলকলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আকিবুল মিয়া তালুকদার, রানীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মির্জা সানুর মিয়া, পাটলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ আহমদ হোসেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি নির্বাচনের প্রধান সমন্ধয়ক মোহাম্মদ হুমায়ুন কবির সংশ্লিষ্ট রির্টানিং অফিসারের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে এক চেয়ারম্যান ও তিন ইউপি সদস্য প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।