মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ জন চেয়ারম্যান ও ৭ জন মেম্বার প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ১২ই মে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পযন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। নির্ধারিত সময়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন ধর্মঘর ইউনিয়ন থেকে জাপার প্রার্থী আবু তাহের , চৌমুহনী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন বেলাল। জগদিশপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মুর্শেদ কামাল, নয়াপাড়া ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আউয়াল শাহ , স্বতন্ত্র প্রার্থী সৈয়দ শামিম আনোয়ার, দেওয়ান সালমা বেগম। বুল্লা ইউনিয়নের বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুর রহিম খান , বাঘাসুরা ইউনিয়নের জাতীয় পার্টির মনোনিত প্রার্থী আশিকুল ইসলাম।
ইউপি সদস্য প্রার্থীরা হলেন চৌমুহনী ইউনিয়নের মোঃ উজ্জল মিয়া,শাহজাহানপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলম,মজিবুর রহমান ,ছাতিয়াইন ইউনিয়নের আব্দুল হক চৌধুরী, বাঘাসুরা ইউনিয়নের ফরিদ মিয়া,আন্দিউড়া ইউনিয়নের মিনহাজুল হোসেন, সাজন আলী।
৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করায় আগামী ২৮ মে নির্বাচনে ১১ টি ইউনিয়ন থেকে ৪০ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করছেন
অপরদিকে ৭ জন মেম্বার প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ৪৫০ জন সদস্য পদে নির্বাচন করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।