এল আর বাদল : প্রিমিয়ার ক্রিকেট লিগের ক্লাবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)। ক্লাবগুলো যদি আগামী ২২ মে’র মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ শতাংশ টাকা পরিশোধ না করে তা হলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে তারা। তবে শাস্তির ধরন কী সেটা জানাননি সিসিডিএম কর্মকর্তারা।
ক্রিকেটারদের পারিশ্রমিকের টাকা পরিশোধের জন্য প্রিমিয়ার লিগের ১২টি ক্লাবকে চিঠি পাঠিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ক্লাবগুলো ক্রিকেটারদের পাওনা মিটিয়ে না দিলে বিসিবির পরবর্তী সভায় ব্যবস্থা নেয়া হবে। সিসিডিএমের প্রধান সমন্বয়ক আমিন খান গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেন, ক্রিকেটারদের ৫০ শতাংশ পারিশ্রমিক প্রদানে আমরা ক্লাবগুলোকে চিঠি পাঠিয়েছি। খেলোয়াড়দের সঙ্গে ক্লাবের চুক্তিপত্রও চাওয়া হয়েছে। ২২ মের মধ্যে পারিশ্রমিক প্রদানের কাগজপত্র ও চুক্তির কাগজপত্র ক্লাবগুলো না দিলে সিসিডিএমের পরবর্তী সভায় ব্যবস্থা নেয়া হবে।
প্রিমিয়ার লিগের প্রতি মৌসুমেই ক্লাবগুলোর বিপক্ষে পারিশ্রমিকের শতভাগ পরিশোধ না করার অভিযোগ থাকে ক্রিকেটারদের। এমন অভিযোগে বিব্রতকর অবস্থায় পড়তে হয় ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। ২০১৫-১৬ মৌসুমে ক্রিকেটাররা যেন পারিশ্রমিক নিয়ে কোনো প্রশ্ন তুলতে না পারেন, সেজন্য প্রিমিয়ার লিগের ক্লাবগুলো থেকে ব্যাংক গ্যারান্টি নেয়ার কথা ছিল বিসিবির। কিন্তু প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়েছে কিনা এ নিয়ে ধোঁয়াশা থাকছেই। কেননা ঢাকা প্রিমিয়ার লিগের অর্ধেক খেলা শেষ হয়ে গেলেও কোনো কোনো ক্লাব প্রথম ধাপের টাকাই পরিশোধ করেনি। এর মধ্যে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) তাদের ক্রিকেটারদের দিয়েছে মাত্র ১০ শতাংশ পারিশ্রমিক।
লিগ শুরুর আগে বিসিবি নিয়ম করে দিয়েছিল চুক্তি সম্পন্নের পর ৩০ শতাংশ টাকা পরিশোধ করতে হবে ক্লাবগুলোকে। লিগের মাঝামাঝি আরও ৩০ শতাংশ। আর লিগ শেষের ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে হবে বাকি ৪০ শতাংশ অর্থ। সম্পাদনা : সুমন ইসলাম