ঠাকুরগাঁও প্রতিনিধি: আমাদের মেরুদ- ঠিক আছে কিন্তু মাথা ঠিক নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার।
শুক্রবার সকালে ঠাকুরগাঁও প্রাথমিক শিক্ষা অফিস আয়োজনে জেলা প্রশাসক হলরুমে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আর্থিক ব্যবস্থাপনায় ওয়েব সাইটভিত্তিক গণনাকারী যন্ত্র প্রয়োগকারী হিসাবরক্ষণ পদ্ধতি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে ফিজার বলেন, প্রাথমিক শিক্ষায় দিন দিন আমরা উন্নতি করছি। ভরসা হারানোর সুযোগ নেই। এর ফল সুদূরপ্রসারী। শিক্ষার ক্ষেত্রে মানুষ বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি চায় না। মানুষ চায় সেবার দৃষ্টিভঙ্গি। শিক্ষা জাতির মেরুদ-। মেরুদ-ের ওপর থাকে মাথা। আমাদের মেরুদ- ঠিক আছে, কিন্তু মাথা ঠিক নেই।
তিনি আরো বলেন, শিক্ষা জাতির মেরুদ- হলে প্রাথমিক শিক্ষা মেরুদ-ের মেরুদ-। বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিজেদের সন্তানের মতো করে যতœ নিয়ে শিক্ষা দিতে হবে। প্রাথমিক শিক্ষায় সরকারের বড় বিনিয়োগ। জাতিকে বাঁচাতে হলে শিক্ষার মান নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়। সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে যথাসাধ্য কাজ করে যাচ্ছে।
জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক আব্দুর রউফ, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, পুলিশ সুপার ফারহাদ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার আবু হারেস প্রমুখ।