ডেস্ক রিপোর্ট : মুরালি বিজয় ও ঋদ্দিমান শাহার ব্যাটে সহজ জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুক্রবার তাদের ব্যাটিং নৈপুণ্যেই পাঞ্জাব ৭ উইকেটে হারিয়েছে ম্ম্বুাই ইন্ডিয়ান্সকে। সেইসঙ্গে পয়েন্ট টেবিলেও এক ধাপ অগ্রগতি হয়েছে তাদের। তলানী থেকে সপ্তম স্থানে উঠে এসেছে মুরালি বিজয়ের দল।
প্রথমে ব্যাট করে এদিন ৯ উইকেটের বিনিময়ে ১২৪ রান সংগ্রহ করে মুম্বাই। জবাবে ৩ উইকেট হারিয়েই ১২৭ রান তুলে ফেলে পাঞ্জাব। এর ফলে ১৮ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মুরালি বিজয়ের দল।
শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। তবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে মুম্বাইয়ের। সর্বোচ্চ ২৭ রান করেন কিরন পোলার্ড। এরপর ২৫ রান আসে নিতিশ রানার ব্যাট থেকে।
৪ ওভার বল করে মাত্র ১৫ রানের বিনিময়ে মুম্বাইয়ের ৪ উইকেট নিয়ে পাঞ্জাবের সফল বোলার মার্কাস স্টোয়নিস। এছাড়া সন্দীপ শর্মা ও মোহিত শর্মা উভয়ই দুটি করে উইকেট লাভ করেন।
মুম্বাইয়ের ছুঁড়ে দেওয়া ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামলে শুরুতেই হাশিম আমলাকে হারায় পাঞ্জাব। তবে এক পাশ আগলে রাখেন অধিনায়ক মুরালি বিজয়। ৫২ বলে ৫৪ রান করেন তিনি। আর তাকে দারুণভাবে সঙ্গ দেন ঋদ্দিমান শাহা। ৪০ বলে ৫৬ রানের ঝড়ো এক ইনিংস উপহার দেন তিনি।
মুম্বাইয়ের বিপক্ষে উইকেট হাতে জ্বলে উঠার কারণে ম্যাচ সেরার পুরস্কার জিতেন মার্কাস স্টোয়নিস। প্রিয়