সীমান্ত আরিফ: অনেক কিছু মুখের ভেতরে নেওয়ার কথা হয়তো শুনেছেন। কিন্তু জীবন্ত মৌমাছি মুখের ভেতর নেওয়ার কথা নিশ্চয় আগে শোনেননি।
সম্প্রতি এমনই এক অদ্ভুত কাজ করেছেন চীনের ইয়ুনয়ান প্রদেশের এক যুবক। জীবন্ত এক মুঠো মৌমাছি মুখের ভেতর নিয়ে আলোচনায় এসেছেন এই যুবক। খালি শরীরে এক মুঠো মৌমাছি নিয়ে তার মুখে ও পিঠে বসিয়ে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদে বলা হয়, এই অদ্ভুত ভিডিওটি ধারণ করেছেন পিউর নামের এক ব্যক্তি।
ভিডিওতে দেখা যায়, ওই যুবক অর্ধ নগ্ন অবস্থায় সিগারেট খাচ্ছেন আর বিষাক্ত মৌমাছিগুলো বিভিন্ন কায়দায় তার শরীরে লাগিয়ে দিচ্ছেন। পাশের এক ভবনের কর্নার থেকে মুঠো করে মৌমাছিগুলোকে হাতে নিয়ে তার মুখ ও সারা শরীরে বসাচ্ছেন আর ভিডিওটিতে বর্ণনা দিচ্ছেন।
এতো ভয়ংকর একটি কাজ করা করা সত্ত্বেও তার মধ্যে কোনো ধরনের ভয় কাজ করছে না। তিনি এতোটাই উদাসহীন যে, নিজেই জানেন না আসলে কতো কঠিন একটা কাজ করেছেন তিনি। মুঠো ভর্তি মৌমাছি নিয়ে মুখ ও নাক দিয়ে শ্বাস টানছেন যুবকটি।
কিন্তু এতোসব কাজ করার পরও মৌমাছিগুলো ওই যুবকটিকে কামড় দেয়নি। দেখে বোঝা যায়, মৌমাছিগুলোর সঙ্গে তার দীর্ঘদিনের অন্তরঙ্গ সম্পর্ক।
তবে বিশ্লেষকরা মনে করছেন, এর কারণ হতে পারে এক ধরনের পুরুষ মৌমাছি যেগুলো শুধু মধু সংগ্রহ করে কিন্তু কাউকে কামড় দেয় না অথবা ভ্রমর। আবার এক ধরনের মৌমাছি আছে যেগুলোর হুল নাই।
এছাড়া বেশির ভাগ মৌমাছি আছে যেগুলোকে আঘাত না করলে কাউকে কামড় দেয় না। সবচেয়ে ভয়ংকর হল ভীমরুল বা বোলতা। যাদের মাথা টাকের মতো আর হলুদ রঙের পাখা রয়েছে তাদের। সেগুলো তাদের বাসা বাঁচাতে খুব আক্রমণাত্মক হয়।
আপনি বাগানে বসে বার-বি-কিউ খাচ্ছেন আর একটি মৌমাছি আপনাকে বিরক্ত করছে। এখন আপনি ওই যুবকের কথা চিন্তা করুন আর সিদ্ধান্ত নিন আপনি এ মৌমাছিটিকে কী করবেন। (ফেইস বুক ও অনলাইন থেকে)