সিলেটের সকাল : বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ (বামসাস) আয়োজিত ৪র্থ আর্ন্তজাতিক মণিপুরী সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন এবং মণিপুরী ভাষা উৎসব ২০১৬ শুক্রবার শহরের পূর্ব শাহীঈদগাহস্থ সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া এবং সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ। সিলেট জেলা শিল্পকলা একাডেমি’র সহযোগিতায় অনুষ্ঠিতব্য সাহিত্য-সাংস্কৃতিক সম্মেলন ও ভাষা উৎসবে বিভিন্ন পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এসএমপি’র পুলিশ কমিশনার মো. কামরুল আহসান, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী, মণিপুরের প্রখ্যাত কবি কে. রাধাকুমার সিংহ, কবি-গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ, শাবিপ্রবি’র আধুনিক ভাষা ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, ভারতের একাডেমি এওয়ার্ডপ্রাপ্ত কবি শরতচান্দ থিয়াম এবং ত্রিপুরার কবি-লেখক নিংথৌখোংজম দিলীপ কুমার। সংগঠনের সভাপতি এবং সাধারন সম্পাদক দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় সকলের উপস্থিতি কামনা করেছেন।