রফিক আহমেদ : শুরু হয়েছে জাতীয় পাটির ৮ম জাতীয় সম্মেলন। শনিবার সকাল সাড়ে ১০টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তার সঙ্গে ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ শীর্ষ নেতারা।
প্রথমে কোরআন তেলাওয়াত গীতাপাঠ ও বাইবেল পাঠের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন এইচ এম এরশাদ। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সাল চিশতী ও দক্ষিনের সভাপতি সৈয়দ আবুল হেসেন বাবলা।
দলের সাংগঠনিক লিখিত বক্তব্য পাঠ করেন দরের মহাসচিব রুহুল আমীন হাওলাদার।