সিলেটের সকাল রিপোর্ট : নগরীর সুবিদবাজারস্থ রাইজ স্কুল ও ইউরোকিউসে আয়োজিত দু’দিনব্যাপী ব্যতিক্রমী শিক্ষা কার্ণিভাল আজ শনিবার শেষ হচ্ছে। শুক্রবার বিকালে এ কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ. কে. আব্দুল মোমেন। উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্তিকের চেয়ারপার্সন ও রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবির। আজ শনিবার দুপুর ১২টা থেকে বিকাল রাত ৮টা পর্যন্তও কার্নিভাল চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
কার্নিভালের উল্লেখযোগ্য আকর্ষণ হচ্ছে-ম্যাজিক শো, কার্টুন ক্যারেক্টার, ফেইস প্রিন্টিং, ছবি আঁকা, গেমস, বায়স্কোপ ও কাউন্সেলিং। উদ্বোধনী দিনে শিশু-অভিভাবকসহ প্রায় সহস্রাধিক দর্শক কার্নিভাল উপভোগ করেন বলে জানান উদ্যোক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ তারুণ্য নির্ভর দেশ। এদেশের তরুণদের সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। এক্ষেত্রে নতুন প্রজন্মকে যুগোপযোগী ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।
বরেণ্য কূটনীতিবিদ ড. এ কে আব্দুল মোমেন আরো বলেন, শিক্ষকদের গতানুগতিক শিক্ষাদান থেকে বেরিয়ে আসতে হবে। উন্নত শিক্ষা উপকরণ ও যুগোপযোগী পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের অন্তর্নিহিত প্রতিভাকে জাগিয়ে তুলতে হবে। শিক্ষকতা পেশায় জড়িতদের জিজ্ঞাসু মনোভাব ও উদ্ভাবনী চিন্তার অধিকারী হতে হবে।
ড. আহমদ আল কবির বলেন, সিলেট এক সময় সাক্ষরতার দিক দিয়ে অন্যান্য জেলার চেয়ে এগিয়ে ছিলো। বর্তমানে শিক্ষাক্ষেত্রে অন্যান্য জেলার তুলনায় সিলেট পিছিয়ে আছে। এর মূল কারণ- ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানের অভাব। রাইজের মত স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান-এই অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে বহু দূর নিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাইজ স্কুলের প্রিন্সিপাল ক্রিস্টপার রালফ ম্যানিং, রয়েল এডুকেয়ারের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক প্রমুখ। আলোচনা সভার আগে প্রধান অতিথি ড. এ. কে. আব্দুল মোমেন ফিতা কেটে কার্নিভালের উদ্বোধন করেন এবং স্কুলের কার্যক্রম পরিদর্শন করেন।