কিরণ সেখ: বিক্ষোভ সমাবেশের ভেন্যুর জন্য রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুমতি চেয়েছে বিএনপি। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির যৌথসভায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কথা জানান।
মির্জা আব্বাস বলেন, বিএনপির চেয়ারপারন খালেদা জিয়া বিরুদ্ধে পুলিশের অভিযোগপত্রের প্রতিবাদে আগামী ১৬ মে ঢাকা মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশের ভেন্যু জন্য আমরা প্রশাসনের কাছে অনুমতি চেয়েছি। আশা করছি সমাবেশের জন্য আমরা অনুমতি পাবো। তবে অনুমতি না পেলেও বিক্ষোভ সমাবেশ হবে। তাই বিএনপির সকল নেতাকর্মীদের প্রস্তুকি থাকার জন্য আহ্বান জানান তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপির সিল লাগলে কেউ বাঁচতে পারবেন না। বাঁচতে হলে আন্দোলন ও সংগ্রাম করতে হবে। এছাড়া আমাদের সামনে আর কোন পথ নেই।
বিএনপির চেয়ারপারসনকে ফাঁসি দিতে হবে- সরকারের এক মন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, তিনি ‘মন্ত্রী’ নিজেই জর্জকে বলে দিচ্ছেন বেগম জিয়াকে ফাঁসি দিয়ে দিন। এই হচ্ছে, বর্তসান সরকারের আইনের শাসন।
ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে নেতাকর্মীদের রাজপথে নামার আহব্বান জানান মির্জা আব্বাস।
মির্জা আব্বাসের সভাপতিত্বে যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।